ফাইনালে তাঁর অবদান ৫৪। এই বিশ্বকাপে তাঁর ব্যাটেই সর্বোচ্চ রান। এরপরেও মন মরা বিরাট। তার পুরস্কার নিতে গিয়ে এড়িয়ে গেলেন সঞ্চালক এবং ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে। রবিবাসীয় আমেদাবাদ সাক্ষী হয়ে থাকল সেই ছবির। হাত নাড়িয়ে বিরাট বুঝিয়ে দিলেন তাঁর বলার মতো মনের অবস্থা নেই।
ফাইনাল শেষে পুরস্কার মঞ্চে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়ার সম্মান বিরাট পেয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট রজার বিনির কাছে থেকে। পুরস্কার নিয়ে বেরিয়ে যাওয়ার সময় তাঁকে কিছু বলার জন্য ডেকেছিলেন শাস্ত্রী। কিন্তু তখন কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। তাই হাত নেড়ে কোহলি বোঝাতে চান, তাঁর বলার কিছু নেই।
২০১১ সালের ধোনির বিশ্বজয়ী ভারতীয় দলের তিনি ছিলেন সদস্য। এরপর ২০১৯ সালে তাঁর নেতৃত্বে বিশ্বকাপের সেমিফাইনালে হেরেছিল ভারত। আর এবার খুব কাছে এসেও দূরে চলে গেল কাপ। তাই স্বপ্নভঙ্গ হতেই নিঃশব্দে মাঠ ছাড়লেন বিরাট কোহলি।