সেমিফাইনালের আগেই বিশ্বকাপে সর্বাধিক রান। কুইন্টন ডি কককে পেরিয়ে গেলেন বিরাট কোহলি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেন বিরাট। ৫৬ বলে ৫১ রানের ইনিংসে, ডি-কককে পেরিয়ে যান বিরাট।
চিন্নাস্বামী বিরাটের সবথেকে পছন্দের মাঠ। আশা করা হয়েছিল, এই মাঠে সেঞ্চুরির হাফসেঞ্চুরি করবেন বিরাট। কিন্তু ৫১ রানেই ফিরতে হয় বিরাটকে। ৯টি ইনিংসে ৫৯৪ রান করে ফেললেন বিরাট। ব্যাটিং অ্যাভারেজ ৯৯ শতাংশ। যার মধ্যে আছে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফসেঞ্চুরি। এদিন ডি-কককে ছাপিয়ে যাওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় প্রশংসা শুরু হয় বিরাটকে নিয়ে। বলা হয়, বিরাট সর্বকালের সর্বসেরা ব্যাটসম্যান।
রোহিত শর্মা ও শুভমান গিল বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। এরপরই বিরাট ও শ্রেয়সের ব্যাটেও আসে বড় রান। সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল।