৩৫তম জন্মদিনে ৩৫ ফুটের কাটআউট ও ব্যানার। প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli's Birthday) ধুমধাম করে জন্মদিন পালন করল কলকাতার সমর্থকরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে সকালে বিরাট কোহলির জন্মদিন পালন করলেন সমর্থকরা। বিরাট একটি কেকও কাটা হয়।
ইডেন গার্ডেন্সে এদিন দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) মুখোমুখি হয়েছে ভারত। এদিন ইডেন গার্ডেন্সে দুপুর থেকে নীল জার্সির ভিড় ছিল ইডেনে। রোহিত ও শুভমান ফিরলেও ক্রিজে বিরাট। জন্মদিনে বিরাটের ব্যাটে সেঞ্চুরি দেখতে চান সমর্থকরা। গত ম্যাচে ১২ রান দূরে আটকে গিয়েছেন বিরাট। এদিন সেঞ্চুরি করলে ইডেন গার্ডেন্সে ৪৯তম শতরান করে ছুঁয়ে ফেলবেন সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar)।
আরও পড়ুন: পয়া ইডেনে ৪০ রানের ঝোড়ো ইনিংস, রাবাদার ডেলিভারিতে ফিরলেন হিটম্যান