সচিন গ্রহে পৌঁচ্ছতে আর একটা শতরান দূরে তিনি। তার আগে বিরাট উপলব্ধি কিং কোহলির। এক সাক্ষাৎকারে বিরাট জানিয়েছেন, গত ১২ বছরে কখনও তিনি ভাবেননি, এত রান করবেন, এত শতরান করবেন। তাঁর একমাত্র ফোকাস ছিল ভাল খেলবেন। চেষ্টা ছিল দলকে জেতাতে সাহায্য করবেন। বিরাটের এই উপলব্ধিতে আপাতত মুগ্ধ ক্রিকেট বিশ্ব।
২০০৮ সালে ভারতের জার্সিতে তাঁর অভিষেক। তাঁর সমসাময়িকরা এসেছেন। আবার চলেও গিয়েছেন। কিন্তু কোহলি এখনও নিজের জায়গাতেই অনড়। বিরাটের দাবি, পরিশ্রমের কোনও বিকল্প হয় না। তাই আজও তিনি এই দর্শনকেই মেনে চলেন। এই বিশ্বকাপে একটা লখনউ ম্যাচ বাদ দিলে মহেন্দ্র সিং ধোনি পরবর্তী ভারতীয় ক্রিকেটে এখন ফিনিশারের নাম বিরাট কোহলি।
আরও পড়ুন : বিশ্বকাপের মধ্যেই ওয়াংখেড়েতে বসবে সচিন তেন্ডুলকরের মূর্তি
দোসরা নভেম্বর সেই মুম্বই। বারো বছর আগে ভারতের বিশ্বকাপ জয়ে তাঁর অবদান ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। সিনিয়র গম্ভীরকে সেদিন দুরন্ত সার্পোট করেছিলেন জুনিয়র কোহলি। বারো বছর পর রোহিতের ভারতে তিনি অন্যতম সিনিয়র। সচিনের আঁতুড়ঘর। ধোনি বিশ্বকাপ জয়ের মাঠ। সঙ্গে তাঁর ৩৫তম জন্মদিন। সচিন গ্রহে পৌঁচ্ছতে আর একটি শতরান দূরে বিরাট কোহলি।