ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মঙ্গলবার ছিল দুই বনাম এগারোর লড়াই। দুই জামশেদপুর এফসি (Jamshedpur Fc) আর এগারো এসসি ইস্টবেঙ্গল (Sc East Bengal)। প্রথম একাদশে এগারো ভারতীয় ফুটবলার রেখে এই ম্যাচে চমক দিয়েছিলেন লাল-হলুদের ভারতীয় কোচ রেনেডি সিং (Renedy Singh)। সেই চমকে ৮৮ মিনিটে আটকে ছিল জামশেদপুর।
এরপর কী হল...। বাঁদিক দিক থেকে কর্নার। আর তাতেই গোল করে লাল-হলুদ দূর্গে ফাটল ধরালেন কাশ্মীরের ইশান পান্ডিতা (Ishan Pandita)। এর আগে বহুবার পরিবর্ত হিসাবে দলকে ম্যাচ জিতিয়েছেন ইশান। এবারও জেতালেন।
এই জয়ের ফলে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জামশেদপুর। আর ১১ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলের ১১ নম্বরেই এসসি ইস্টবেঙ্গল।