গুজরাতের রাজকোটে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের (Ind vs Aus) শেষ ম্যাচ । টসে জিতল অস্ট্রেলিয়া । ম্যাচে প্রথম ব্যাট করবেন প্যাট কামিন্সরা । অস্ট্রেলিয়ার প্রথম দুই ম্যাচে বিশ্রামে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma) । দলকে নেতৃত্ব দিয়েছিলেন কে এল রাহুল । তৃতীয় ম্যাচে ফের দলের দায়িত্বে হিটম্যান ।
ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ টিম ইন্ডিয়ার দখলে । আজ শুধু নিয়মরক্ষার ম্যাচ । এই ম্যাচে ৩-০ করতে চায় ভারত । এদিনের ম্যাচে, ভারতীয় দলে একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে । দলে একাধিক বদল আনা হয়েছে । রোহিতের পাশাপাশি, বিশ্রাম নিয়ে এদিন দলে ফিরছেন হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলিরা ।
আরও পড়ুন, MS Dhoni: বিমানের সিট বদলাতেই সফর সঙ্গী ক্যাপটেন কুল, ধোনির সঙ্গে আড্ডা দিয়ে ধন্য ভক্ত
এদিকে, বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার ফর্ম দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন । তাঁর কথায়, বিশ্বকাপে ভারতকে যাঁরা হারাতে পারবেন, তাঁরাই ভারতের মাটিতে বিশ্বকাপ জিততে পারেন। এবারে বিশ্বকাপে রোহিতদের রোখা মুশকিল ।