আজ থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ (IND VS AUS ODI Series) । মোহালিতে (Mohali) মুখোমুখি হবে দুই দল । বিশ্বকাপের আগে এটা আসলে প্রস্তুতি পর্বের ম্যাচ কিংবা বিশ্বকাপের মহড়া বলা যেতে পারে । এদিকে, সিরিজের শুরুতেই ধাক্কা অস্ট্রেলিয়ায় । জানা গিয়েছে, চোটের কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন মিচেল স্টার্ক (Michael Stark)। অন্যদিকে, প্রথম দু'টো ম্যাচে নেই রোহিত শর্মা , বিরাট কোহলিরা ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে ভারতীয় দলে রাখা হয়েছে রবিচন্দ্রন অশ্বিন এবং ওয়াশিংটন সুন্দরকে। দলকে প্রথম দু’টি ম্যাচে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। তৃতীয় ম্যাচে দেখা যেতে পারে রোহিত শর্মাকে ।পরবর্তী দু’টি হবে ইন্দোর এবং রাজকোটে ।
আরও পড়ুন, ICC World Cup 2023: বিশ্বকাপের আগে বাদ পড়ল দুই জোরে বোলার, কোন টিমে অঘটন?
এদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতলে সেরার সেরা হবে ভারত । একটা জয়, ক্রিকেটের সব ফরম্যাটে নম্বর ওয়ান পজিশনে চলে যাবে ভারত । বর্তমানে এক নম্বরে রয়েছে পাকিস্তান, দ্বিতীয় ভারত ও তৃতীয় অস্ট্রেলিয়া । যদি শুক্রবার রাতে মোহালিতে অজিজের বিরুদ্ধে ভারত হেরে যায়, তাহলে তাঁরা অস্ট্রেলিয়া উঠে আসবে দ্বিতীয় স্থানে আর তৃতীয় পজিশনে চলে যাবে ভারত ।