আজ ভারত বনাম অস্ট্রেলিয়া টি ২০ সিরিজের চতুর্থ ম্যাচ । রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল । কিন্তু, গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক ঘণ্টা আগেই জানা গেল, স্টেডিয়ামের একাংশে নাকি কোনও বিদ্যুৎই নেই । কারণটা শুনলে তো আরও অবাক হবেন । জানা গেল,২০০৯ সাল থেকে একটা ইলেকট্রিসিটি বিলের টাকা এখনও মেটানো হয়নি । তাহলে কি খেলা চলাকালীন স্টেডিয়ামের একটা অংশ অন্ধকারই থাকবে ?
জানা গিয়েছে, স্টেডিয়ামের বকেয়া বিল প্রায় ৩.১৬ কোটি, যে কারণে ৫ বছর আগে স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয় । ছত্তিশগড় স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে একটি অস্থায়ী বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে । কিন্তু এটি শুধুমাত্র দর্শকদের গ্যালারিকে কভার করে । জানা গিয়েছে, আজকের ম্যাচ চলাকালীন ফ্লাডলাইটগুলি একটি জেনারেটর ব্যবহার করে চালাতে হবে ।
রায়পুর গ্রামীণ সার্কেলের ইনচার্জ অশোক খান্ডেলওয়াল জানিয়েছেন, স্টেডিয়ামের অস্থায়ী সংযোগের ক্ষমতা বাড়ানোর জন্য সেক্রেটারি ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করা হয়েছে । জানা গিয়েছে, স্টেডিয়ামটি নির্মাণের পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পিডব্লিউডি-র কাছে হস্তান্তর করা হয় । বাকি খরচের দায়িত্বে ক্রীড়া বিভাগের হাতে । বকেয়া বিল পরিশোধের জন্য বিদ্যুৎ সংস্থা দুই দফতরকেই নোটিস পাঠায় । কিন্তু, কোনও কাজ হয়নি । বরং অপরিশোধিত বিদ্যুৎ বিলের জন্য দুই দফতর একে অপরকে দায়ী করে আসছে ।