শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচ খেলবে ভারত । পাঁচ ম্যাচের সিরিজে এখনও পর্যন্ত ২-১-এ এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া । সেক্ষেত্রে আজকের ম্যাচ জিততে পারলেই কেল্লাফতে । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজ জিতে যাবেন সূর্যকুমার যাদবরা । কিন্তু, এদিন ভারতের জয়ের পথে কি বাধা হতে পারে বৃষ্টি ? কী বলছে ওয়েদার রিপোর্ট ?
শুক্রবার ম্যাচ রয়েছে রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে । এদিন রায়পুরের ওয়েদার রিপোর্ট বলছে, বৃষ্টির সম্ভাবনা খুব কম । দিনে মাত্র ৪ শতাংশ ও রাতে ৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ঝড়েরও কোনও পূর্বাভাস নেই । তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস । আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই একেবারেই । সেক্ষেত্রে নিশ্চিন্তে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি২০ সিরিজের প্রথম দু'টি ম্যাচেই জিতেছেন সূর্যকুমার যাদবরা । তবে, গুয়াহাটির ম্যাচ অজিদের দখলে যায় । আজ ফের মুখোমুখি হচ্ছে দুই দল । এদিনের ম্যাচেই দলে যোগ দিচ্ছে শ্রেয়স আইয়ার । প্রথম তিন ম্যাচে তাঁকে বিশ্রামে রাখা হয়েছিল ।