লক্ষ্য ছিল ৭৬ রানের । খুব সহজেই সেই টার্গেট পূরণ করে ফেলল অস্ট্রেলিয়া । ভারতকে ৯ উইকেটে হারিয়ে তৃতীয় টেস্ট জিতল অজিরা । গত দু'টি টেস্টে ম্যাচ ভারতের দখলে থাকলেও, তৃতীয় টেস্টের পর সিরিজ এখন ২-১ । তৃতীয় দিনে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া । রবিচন্দ্রন অশ্বিনের বলে ফেরে খোঁয়াজা । কিন্তু, ত্রাভিস ও মারনাস খুব সহজেই ম্যাচ বের করে নেন । অবশেষে সিরিজে ফিরল অস্ট্রেলিয়া ।
ইন্দোর টেস্টের প্রথম দিন থেকে ভারতীয় ব্যাটিং ধসে পড়েছিল । তৃতীয় টেস্টে রাহুলের বদলে শুভমন গিল, আর শামির বদলে উমেশ যাদবকে নামিয়েও কোনও লাভ হল না । ম্যাথু কুনেম্যান, লায়নের বোলিং দাপটে ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং লাইন-আপ । জাদেজা-অশ্বিন-উমেশ যাদবের দুরন্ত বোলিং দ্বিতীয় দিনে অজিদের সামান্য চাপে ফেললেও, ফের ভারতীয় ব্যাটারদের ব্যর্থতায় জয়ের দোড়গোড়ায় পৌঁছে যায় অস্ট্রেলিয়া । তৃতীয় দিনে উইকেট তোলার লক্ষে মাঠে নেমেছিল ভারত । কিন্তু,মার্নাশ লাবুশেন ও ট্রাভিস হেড বুদ্ধি করে নিজেদের দখলে করে ম্যাচ । মাত্র তৃতীয় দিনেই শেষ হয়ে গেল ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচ ।