মধ্যাহ্নভোজের বিরতির আগেই সেঞ্চুরি ইংল্যান্ডের । ক্রলির দুরন্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডের স্কোর পৌঁছল ১০০-তে । ৭১ বলে ৬১ রান করে অপরাজিত ক্রলি । তবে, ইতিমধ্যে কুলদীপের স্পিনে জোড়া উইকেট খুঁইয়েছে ইংল্যান্ড । প্রথম দিন মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের রান ২ উইকেটে ১০০ ।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড । ইংল্যান্ডের হয়ে প্রথমেই মাঠে নামেন জ্যাক ক্রলি ও বেন ডাকেট । বুমরা ও সিরাজের বলে খেলতে গিয়ে কিছুটা বেগ পেতে হয়েছে দুই ওপেনারকে । কিন্তু, তারপরেও ধীরে ধীরে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ক্রলি ও ডাকেট । তাল কাটল কুলদীপের বলে । প্রথম শিকার হন ডাকেট , তারপর ওলি পোপ । ২৭ রান করেন ডাকেট । আর পোপের স্কোর ১১ ।