বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ জিতল ভারত । লক্ষ্য ছিল মাত্র ১১৫ রানের । সেক্ষেত্রে, খুব সহজেই দাপটের সঙ্গে ম্যাচ জিতে নিলেন রোহিতরা । কিন্তু, ১১৫ রান তুলতে গিয়ে কেন ৫ উইকেট খোঁয়াতে হল ভারতকে , তা নিয়ে প্রশ্ন উঠছে । একইসঙ্গে প্রশ্ন উঠছে বিশ্বকাপের আগে ভারতীয় ব্যাটিং নিয়ে ।
বার্বাডোজে শুরুটা ভালই করেছিল ভারত । টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত । বোলিংয়ে দাপটও দেখান ভারতীয় বোলাররা । ক্রিজে পা জমাতেই দেননি ক্যারিবিয়ানদের । ভারতের হয়ে প্রথম ইনিংসে একাই ৪ উইকেট নেন কুলদীপ যাদব । রবীন্দ্র জাদেজার ঝুলিতে আসে ৩টি উইকেট । বাংলার মুকেশ কুমারও অভিষেক ম্যাচে এক উইকেট পেয়েছেন। হার্দিক পাণ্ডিয়া ও শার্দূল ঠাকুরও একটি করে উইকেট নেন । ২৩ ওভারে ১১৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ ।
আরও পড়ুন,: India vs Pakistan World Cup match: ভারত-পাক ম্যাচের দিন বদল, কবে হবে মহারণ?
১১৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে ভারত । এবারে ওপেনিংয়ে নামেননি রোহিত । তরুণ ব্যাটারদের সুযোগ দেওয়া হয়েছিল । বিশ্বকাপের আগে এটা ছোটখাটো পরীক্ষা ছিল বলা যেতে পারে । কিন্তু, তাতে নিরাশ করলেন শুভমন, সূর্যকুমাররা । অর্ধশতরান করেছেন ঈশান কিষাণ । শেষে রোহিত ও রবীন্দ্র জাদেজার জুটির ব্যাটিং দাপটে ২২.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রান করে ম্যাচ জেতে ভারত ।