ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিল ভারত। প্রথম টেস্ট অতি সহজেই জিতেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৮ উইকেট। কিন্তু বৃষ্টির জন্য একটিও বল খেলাই হল না৷ টেস্ট ড্র হল। ১-০ ফলে সিরিজ জিতল টিম ইন্ডিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিশনশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। তারপর ক্যারিবিয়ানদের হারিয়ে জয় এল। যদিও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এখন দুর্দিন চলছে৷ রোহন কানহাই, গ্যারি সোবার্স, ভিভ রিচার্চস, ব্রায়ান লারা, ম্যালকম মার্শালদের ওয়েস্ট ইন্ডিজ এখন বেশ দুর্বল। সম্প্রতি একদিনের আর্ন্তজাতিক ক্রিকেটের বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেননি দু'বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
India Vs West Indies : ঝকঝকে নাকি মেঘলা আকাশ, ত্রিনিদাদে শেষ দিন কি অপেক্ষা করছে ?
পোর্ট অফ স্পেনের ম্যাচ স্মরণীয় হয়ে থাকল বিরাটের জন্য৷ সেঞ্চুরি করে ডন ব্র্যাডম্যানকে ছুঁলেন তিনি। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ ক্যারিবিয়ানরা৷ ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার জোশুয়া দ্য সিলভা উইকেটের পিছন থেকে কোহলিকে বলছিলেন তাঁর শতরান দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি। জোশুয়ার মা-ও দেখা করতে আসেন কোহলির সঙ্গে।