ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে (IND Vs WI) ৮০ রানের ইনিংস খেললেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা- (Rohit Sharma)। সেই সঙ্গে একাধিক নজির গড়লেন হিটম্যান।
টেস্ট ওপেনার হিসাবে ২০০০ রানের গণ্ডি টপকে গেলেন রোহিত। পাশাপাশি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও খুব অল্প কিছু ব্যাটারের একহন হলেন তিনি, যাঁরা ২০০০ রান করেছেন।
আর্ন্তজাতিক ক্রিকেটে ভারতের হয়ে পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন রোহিত। পেরিয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) এবং বীরেন্দ্র সেহবাগকে (Virender Sehwag)।
ভারতের হয়ে আর্ন্তজাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেছেন কারা, দেখে নেওয়া যাক এক নজরে -
১) শচীন তেন্ডুলকর - ৩৪,৩৫৭ রান
২) বিরাট কোহলি- এখনও পর্যন্ত ২৫,৪৬১ রান
৩) রাহুল দ্রাবিড় - ২৪,২০৮ রান
৪) সৌরভ গঙ্গোপাধ্যায় - ১৮,৫৭৫ রান
৫) রোহিত শর্মা - ১৭,২৯৮ রান
৬) এম এস ধোনি- ১৭,২৬৬ রান
৭) বীরেন্দ্র সেহবাগ - ১৭,২৫৩ রান
এছাড়াও, যশস্বী জয়সওয়ালের সঙ্গে রোহিত ওপেনিং জুটিতে তোলেন ১৩৯ রান। ষষ্ঠ ভারতীয় ওপেনিং জুটি হিসাবে তাঁরা পর পর দুই টেস্টে সেঞ্চুরি পার্টনারশিপ করলেন।