চলছে টি ২০ বিশ্বকাপ। সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে ভারত। এবার দ্বিতীয় ম্যাচে শনিবার খেলতে নামছে বাংলাদেশের সামনে। বিগত কয়েক বছরে দুটি দলই একাধিকবার মুখোমুখি হয়েছিল। কিন্তু T২০ বিশ্বকাপে ভারত-বাংলাদেশ খেলা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এর আগেই অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরেছে বাংলাদেশ টিম।
ভারত প্রতিপক্ষ হিসেবে থাকলে জোড় লড়াইয়ের প্রস্তুতি নেয় বাংলাদেশ। ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন, শনিবার রোহিত শর্মাদের বিরুদ্ধে ঝাঁঝ জোড়ালো করতে পারে টাইগাররা। সেই কারণে টিম ইন্ডিয়া ফর্মে থাকলেও চিন্তা বাড়ছে বিরাটের ফর্ম নিয়ে।
গ্রুপ পর্বের খেলায় মাত্র ৯ রান করেছিলেন বিরাট কোহলি। কিন্তু এর আগের ম্যাচে আফগানিস্থানের বিরুদ্ধে খেলতে নেমে ভালো শুরু করেছিলেন বিরাট কোহলি। কিন্তু রশিদ খানের বলে আউট হন তিনি। টি ২০ বিশ্বকাপে কোহলি এখনও বড় ইনিংস দেখা যায়নি। অন্যদিকে শিবম দুবেকে নিয়েও চিন্তিত ভারতীয় শিবির। কারণ তাঁর ব্যাটিং দলের কাছে বিরক্তি বাড়িয়ে তুলছে।
বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে দলে বদল আসতে পারে। রোহিত শর্মা তার ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন। কারণ আগেই তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের বিরুদ্ধে তিন পেসার খেলানো হতে পারে।