ত্রিনিদাদে নিজেদের প্রথম টি-২০ ম্যাচে স্লো ওভার-রেটের জন্য জরিমানা করা হল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজকে। ভারতের ম্যাচ ফি-র ৫ শতাংশ কাটা হল জরিমানা হিসেবে। অন্যদিকে, ন্যূনতম ওভার-রেটের থেকে ২ ওভার পিছিয়ে থাকার কারণে ১০ শতাংশ কেটে নেওয়া হল ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ফি-র।
আইসিসি-র ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য রিচি রিচার্ডসন এই সিদ্ধান্ত নেন। হার্দিক পান্ডিয়া এবং রোভম্যান পাওয়েলের ন্যূনতম ওভার-রেটের থেকেও যথাক্রমে ১ এবং ২ ওভার পিছিয়ে ছিল।
আইসিসি-র পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, পান্ডিয়া এবং পাওয়েল দুজনকেই দোষী সাব্যস্ত করা হল। তাই এই নিয়ে শুনানির প্রয়োজন নেই।
উল্লেখ্য, আইসিসির আচরণ বিধির ২.২২ ধারা অনুসারে মিনিমাম ওভার রেট লঙ্ঘন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটা ওভার কম হওয়ার জন্য ক্রিকেটারদের থেকে ৫ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হবে। একটি দল থেকে সর্বাধিক ৫০ শতাংশ পর্যন্ত ম্যাচ ফি কেটে নেওয়া যেতে পারে।