লেবাননকে টাইব্রেকারে হারিয়ে সাফ ফুটবলের ফাইনালে উঠল ভারত। শনিবার বেঙ্গালুরুর ক্রান্তিরাভা স্টেডিয়ামে টুর্নামেন্টের সেমিফাইনালে ম্যাচের ১২০ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ছিল গোলশূন্য। টাইব্রেকার লেবাননকে চার-দুই গোলে হারিয়ে ফাইনালে ভারতীয় দল। ভারতের হয়ে গোল করেছেন অধিনায়ক সুনীল ছেত্রী, আনোয়ার আলি, নওরেম সিং এবং উদান্তা সিং। লেবাননের দুটি শট রুখে দেন ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু। ফাইনালে ভারতের প্রতিপক্ষ কুয়েত।
গত কয়েকদিন আগে এই লেবাননকে হারিয়ে আন্তঃমহাদেশীয় কাপ জিতেছিল ভারত। কিন্তু এদিন ছক বদলে মাঠে নেমে সেই লেবাননকে হারাতে বেশ বেগ পেতে হল ব্লু টাইগার্সকে। ম্যাচের রাশ ধরতে প্রায় ১৫ মিনিট সময় লেগে যায়। তারমধ্যে অবশ্য ভারতীয় দূর্গে হানা দিয়ে দেয় লেবানন। তারপরেও প্রথম ৪৫ মিনিটে ভারতও বেশ কয়েকটি সুযোগ তৈরি করে। কিন্তু সামাদ, জিকসনরা সেই সুযোগ নষ্ঠ করেন।
মোটামুটি গতিময় ফুটবল ১২০ মিনিট গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ভারত লিড পায় অধিনায়ক সুনীল ছেত্রীর গোলেই। লেবাননের অধিনায়ক হাসান মাটুকের প্রথম শট বাঁ দিকে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন গুরপ্রীত। প্রতিপক্ষের আরও একটি শট বার উচিয়ে চলে যেতেই ফাইনালে ওঠে ভারত। মঙ্গলবার ফাইনালে ভারত খেলবে কুয়েতের বিরুদ্ধে।