চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অনূর্ধ্ব ২১ দলকে উড়িয়ে দিয়ে জুনিয়র এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হল ভারতের অনূর্ধ্ব ২১ দল। গোটা ম্যাচেই দাপট ছিল ভারতের। জয় এল ২-১ গোলে।
প্রথম কোয়ার্টারেই এগিয়ে যায় ভারত। স্ট্রাইকার আরাইজিৎ সিংহের জোরালো শট পাক গোলরক্ষক আটকে দেন। ফিরতি বলে দুরন্ত শটে গোল করেন অঙ্গদ বীর সিংহ। দ্বিতীয় কোয়ার্টারে আবার গোল করে ভারত। অঙ্গদের কাছ থেকে বল পেয়ে গোল করেন আরাইজিৎ।
Mitin Masi-Koel Mallick: ১৫ দিনে শেষ শুটিং, এই পুজোয় আসছে 'মিতিন মাসি'
২-০ গোলে পিছিয়ে গিয়ে আগ্রাসী হকি খেলতে শুরু করে পাকিস্তান। ব্যবধান কমান বাশারত আলি। এই সময় অসাধারণ খেলেন ভারতীয় গোলরক্ষক মোহিত।
শেষ দিকে ভারতও আরও গোলের সুযোগ পায়, যদিও ব্যবধান বাড়েনি।
ওমানের সালালাহে আয়োজিত প্রতিযোগিতার গ্রুপ পর্বেও মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ শেষ হয়েছিল ১-১ গোলে। কিন্তু ফাইনালে বাজিমাত করল ভারতই।