রবিবার এশিয়ান গেমস থেকে আরও পদক ভারতের ঝুলিতে। শনিবার ১০ টি সোনায় শেষ করেছিল ভারত। এদিন তাতে যুক্ত হল আরও তিনটি গোল্ড। মোট ১৩টি সোনা , ২১টি রুপো ও ১৯টি ব্রোঞ্জ নিয়ে এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারতের মোট পদক হল ৫৩। পয়েন্ট তালিকায় ৪ নম্বরে ভারত।
রবিবার অ্যাথলেটিক্স থেকে সবচেয়ে বেশি পদক আসে দেশের ঝুলিতে। এরমধ্যে ছেলেদের শর্ট ফুটে সোনা যেতেন ভারতের তেজিন্দর পাল সিং। পুরুষদের লং জাম্পে ভারতকে রুপো এনে দেন মুরলী শ্রীশঙ্কর। পুরুষদের ৩০০০ মিটার ত্রিপল চেজ ইভেন্টে ভারতে সোনা আনেন অবিনাশ।
মহিলাদের ১৫০০ মিটারের ফাইনালে রুপো যেতেন ভারতের বানিশ হারমিল্যান্ড মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে ব্রোঞ্জ সীমা পুনিয়ার। ছেলেদের ১৫০০ মিটারের ফাইনালে রুপো ভারতের অজয় কুমারের। এছাড়াও ভারতের জন্য পদক পেয়েছেন নন্দিনী আগাসরা এবং ইয়ারাদি জ্যোতি।