ভারতে হবে ফুটবল বিশ্বকাপ ! অসম্ভব নয় । কারণ, এই নিয়ে ইতিমধ্যেই ভাবনা-চিন্তা শুরু হয়েছে । জানা গিয়েছে, সৌদি আরবের সঙ্গে যৌথ উদ্যোগে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের কথা ভাবছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ।
২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করবে সৌদি আরব । সেক্ষেত্রে, মরুদেশে বিশ্বকাপ আয়োজিত হলে, ভারতের মাটিতেও হতে পারে ফিফা বিশ্বকাপ । কারণ কয়েক মাস আগেই সৌদি আরব ফুটবল ফেডারেশনের সঙ্গে মউ স্বাক্ষর হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনের । জানা গিয়েছে, সৌদি আরব ফুটবল ফেডারেশনকে ভারতের মাটিতে ২০৩৪-এর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিতে পারে এআইএফএফ । ইতিমধ্যেই, এই নিয়ে শুরু হয়েছে আলোচনা ।
এর আগে ভারতে ২০১৭ সালে অনূর্ধ্ব ১৭ পুরুষদের বিশ্বকাপ আয়োজিত হয়েছে । এমনকী অনূর্ধ্ব ১৭ মেয়েদের ফুটবল বিশ্বকাপও হয়েছে ভারতে । সেক্ষেত্রে সৌদি আরবের সম্মতি মিললে এবার ফিফা ওয়ার্ল্ড কাপও দেখা যাবে ভারতের মাটিতে ।