ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জিতলেন লক্ষ্য সেন ও সাইনা নেহওয়াল। কিন্তু হেরে গেলেন এইচ এস প্রণয়, পিভি সিন্ধু। প্রণয়কে আবার হারালেন লক্ষ্যই। ক্যারোলিনা মারিন জিতলেন। পুরুষদের ডাবলসে জয় পেলেন চিরাগ শেট্টি-সাত্ত্বিক সাইরাজ জুটি।
প্রণয়কে কার্যত উড়িয়ে দিলেন লক্ষ্য। ২১-১৪, ২১-১৫ গেমে ম্যাচ জিতে যান তিনি। মহিলাদের সিঙ্গলসে সিন্ধুর হার ভারতের জন্য বড় ধাক্কা। তাইল্যান্ডের সুপাইদা কাটেথংয়ের কাছে স্ট্রেট গেমে হারলেন সিন্ধু। খেলার শুরু থেকে তাঁকে নড়বড়ে লাগছিল। অন্যদিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ডকে হারিয়ে দিলেন সাইনা। জাপানের নায়োমি ওকুহারাকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়েছেন তিন বারের বিশ্বচ্যাম্পিয়ন ক্যারোলিনা মারিন।
পুরুষদের ডাবলসের পরের রাউন্ডে পৌঁছে গিয়েছেন চিরাগ-সাত্ত্বিক জুটি। স্কটল্যান্ডের ক্রিস্টোফার ও ম্যাথু গ্রিমলে জুটিকে ২১-১৩, ২১-১৫ গেমে হারিয়েছেন তাঁরা। পুরুষদের ডাবলসে সাফল্য পেয়েছেন ভিকে পঞ্জল ও কেপি গরগ জুটিও। ডাচ জুটি জিলে ও টি ভ্যান ডার লেককে হারিয়েছেন তাঁরা।