আবারও নায়ক রিঙ্কু সিং! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ বলে চার মেরে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়লেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ তুর্কি। ম্যাচ শেষ হতেই কেকেআর-এর সহকারী কোচ অভিষেক নায়ারকে জড়িয়ে ধরেন রিঙ্কু। ইতিমধ্যেই সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ছবি।
কিন্তু কেন রিঙ্কু জড়িয়ে ধরলেন অভিষেককে? নেটিজেনদের এই প্রশ্নের উত্তর দিয়েছেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকা দীনেশ কার্তিক। যিনি প্রায় দেড় বছর কেকেআর-এর অধিনায়ক ছিলেন।
টুইটারে (অধুনা এক্স) দীনেশ লিখেছেন, 'এই জুটি শুরু হয়েছিল ২০১৮ সালে। তখন আমি কেকেআরের অধিনায়ক। রিঙ্কুর প্রতিভা প্রথম যে বুঝতে পেরেছিল, সে হল অভিষেক। আমায় বার বার বলত, রিঙ্কুর একটা দুর্দান্ত ইনিংস জাস্ট সময়ের অপেক্ষা। আলিগড়ের মতো ছোট শহর থেকে উঠে আসা রিঙ্কুর স্বপ্ন ছিল অনেক বড়। সেই সময় থেকে অভিষেক অনেক কাজ করেছে রিঙ্কুর সঙ্গে। ব্যাটিং অর্ডারের শেষের দিকে নেমে কী ভাবে ব্যাট করতে হবে সেটাও ওকে শিখিয়েছে।'
দীনেশ আরও লিখেছেন, '২০১৮ সালে রিঙ্কু চোট পাওয়ার পর অভিষেকই কেকেআর-এর সিইও বেঙ্কি মাইসোরকে অনুরোধ করেছিল ওকে টিমের সঙ্গে রেখে দেওয়ার জন্য। উনি রাজি হয়েছিলেন৷ রিহ্যাবের পর অনেকগুলি দিন অভিষেকের বাড়িতেই থেকেছে রিঙ্কু।' কার্তিক লিখেছেন, 'আজ এই ছবি দেখার পর মনে হচ্ছে, অভিষেক কোচ হিসাবে অনেকখানি উঁচুতে উঠে গিয়েছে৷ অভিষেক এবং কেকেআর যা চেয়েছিল সেটাই হয়ে উঠেছে রিঙ্কু- একজন ম্যাচ জেতানো ফিনিশার।'