সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এই টেস্ট জিতে গেলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের টেস্ট ফাইনাল খেলা ভারতের জন্য নিশ্চিত। শুরুতেই টসে হেরে গেল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে দারুণ ফর্মে রয়েছেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ওপেনার উসমান খোয়াজা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অর্ধশতরান করলেন তিনি। মধ্যাহ্নভোজের বিরতিতে অস্ট্রেলিয়া ২ উইকেটে হারিয়ে করেছিল ৭৫ রান। এই মুহূর্তে অজিদের প্রথম ইনিংসের ৫৭ ওভার খেলা হয়ে গিয়েছে। ২ উইকেট হারিয়ে তারা করেছে ১৪৩ রান। ক্রিজে রয়েছে উসমান খোয়াজা। তাঁর সংগ্রহ অপরাজিত ৬৩ রান। অপরদিকে রয়েছে স্টিভ স্মিথ। ৩৫ রান করে অপরাজিত তিনিও।
উল্লেখ্য, খেলা শুরুর আগে দু’দলের ক্রিকেটারদের শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ়। ক্রিকেটারদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইলেন দুই প্রধানমন্ত্রী।