টসে জিতে প্রথমে ব্যাট করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বিশেষ সুবিধাজনক অবস্থায় রইল না টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে শুভমন গিল আর কে এল রাহুলের জুটি যখন সবে জমে উঠতে আরম্ভ করেছে, সেইসময়ই বড় ধাক্কা দেন বাংলাদেশের বোলাররা। মাত্র ৪ রানের ব্যবধানে ভারত হারায় প্রথম ২ উইকেট। তার পরের ওভারেই ফের ধাক্কা খায় টিম ইন্ডিয়া। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট কোহলি।
তবে, ভারত যখন মহাবিপর্যয়ের মুখে পড়েছে বলে মনে করতে আরম্ভ করেছে সকলে, সেই সময়েই ইনিংসের হাল ধরেন চেতেশ্বর পুজারা এবং ঋষভ পন্ত। ৪৫ বলে ৪৬ রানের ঝকঝকে ইনিংস খেলে যখন প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন পন্ত, তখন দুর্যোগের ঘনঘটা বেশ কিছুটা কেটে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছিলই। যা পূর্ণতা পেল পুজারা ও শ্রেয়স আইয়ারের জুটিতে। দুজনে মিলে মোট ১৪৯ রান যোগ করেন। যা ভারতকে দিনের শেষে ২৭৮ রানের মোটামুটি ভদ্রস্থ স্কোরে নিয়ে যেতে সাহায্য করল দারুণভাবে।
৬ উইকেট হারিয়ে ২৭৮ রানে প্রথম দিনের ইনিংস শেষ করলেন টিম ইন্ডিয়ার ব্যাটাররা। ম্যাচের শেষ বলে ১৪ রান করে আউট হয়ে যান অক্ষর পটেল।