ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের চতুর্থ দিনে সুবিধাজনক অবস্থায় আছে টিম ইন্ডিয়া। তবে ইংল্যান্ডও লড়াই চালাচ্ছে। ১০০ রানের মাথায় তৃতীয় উইকেট হারিয়েছে ভারত। শোয়েব বশিরের বলে শূন্য রানে আউট হয়েছেন রজত পতিদার। ভারতের হাতে রয়েছে ৭টি উইকেট।
রজতের ঠিক আগেই রোহিত শর্মার মহামূল্যবান উইকেট তুলে নেয় ইংল্যান্ড। ৫৫ রান করে আউট হন রোহিত৷ পর পর দুটি উইকেট তুলে নিয়ে ম্যাচে কামব্যাকের ইঙ্গিত দিচ্ছে ইংল্যান্ড। যদিও ম্যাচ এখনও ভারতের দিকেই ঢলে আছে।
WPL: গুজরাটকে উড়িয়ে দিয়ে লিগ শীর্ষে মুম্বই, ছয় মেরে ম্যাচ জেতালেন হরমনপ্রীত
যশস্বী জয়সওয়াল এবং রোহিত দুর্দান্ত শুরু করেছিলেন। কিন্তু ৩৭ রানের মাথায় যশস্বী আউট হন। এখনও সুবিধাজনক জায়গায় ভারত। টিম ইন্ডিয়ার বাকি ব্যাটাররা বাকি রানটুকু সহজে তুলতে পারেন, না কি ঘূর্ণি পিচে আঘাত হানে ইংল্যান্ড - নজর এখন সেই দিকেই।