শেষ হচ্ছে একটি অধ্যায়। শনিবার লর্ডসে খেলে ক্রিকেটকে বিদায় জানাবেন ঝুলন গোস্বামী। সেই লর্ডসের শেষ ম্যাচকে স্মরণীয় করতে বিশেষ উদ্যোগ সিএবির। বাংলার ঘরের মেয়ের জন্য বড় পর্দায় ম্যাচ দেখানোর ব্যবস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের।
দীর্ঘদিনের আন্তর্জাতিক কেরিয়ার। বিশ্ব ক্রিকেটে গড়েছেন একের পর এক রেকর্ড। বাঙালি হিসেবে বিশ্বমঞ্চে নাম উজ্জ্বল করেছেন চাকদহ এক্সপ্রেস। লর্ডসে ঝুলনের শেষ ম্যাচের সাক্ষী থাকতে বড় পর্দায় দেখা যাবে লাইভ ম্যাচ। এলগিনের আইনক্স ফোরামে খেলা দেখানোর বিশেষ ব্যবস্থা করছে সিএবি। শনিবার দুপুর ৩টে ৩০মিনিটে শুরু হবে এই ম্যাচ। কিন্তু তার আগে দুপুর ২.৩০ থেকেই আইনক্স ফোরামে চালিয়ে দেওয়া হবে ম্যাচ।
ইংল্যান্ডের মাটিতে ওয়ান ডে সিরিজ খেলছে ভারতীয় মহিলা ক্রিকেট টিম। তিন ডে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতেছে ভারত। শনিবার লর্ডসে তৃতীয় অর্থাৎ শেষ ম্যাচ। নদিয়ার চাকদা থেকে শুরু হওয়া ঝুলনের লড়াই আন্তর্জাতিক স্তরে ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছেন ৷ এবার ক্রিকেটকে বিদায় জানাতে চলেছেন ঝুলন।