টেস্ট, একদিনের ম্যাচের পর টি-টোয়েন্টি সিরিজ। ত্রিনিদাদের মাঠে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১৪৯ রান। স্লগ ওভারে অনবদ্য অর্শদীপ। ১৯তম ওভার শুরু করেছিলেন হেটমায়ারের উইকেট দিয়ে। শেষ বলে পেলেন রোভম্যান পাওয়েলের উইকেট। টস জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে প্রথমে ব্যাট করে নজর কাড়লেন নিকোলাস পুরান ও রোভম্যান পাওয়েল। প্রথমজন করেন ৪১ রান। পাওয়েল করেন ৪৮ রান।
দুটি করে উইকেট নেন অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।
জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যেই ১ উইকেট খুইয়ে ফেলেছে ভারত।