বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিজেদের যাত্রা শুরুর প্রারম্ভে রীতিমত টগবগ করে ফুটছে টিম ইন্ডিয়া। যদিও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডমিনিকান রিপাবলিকে হতে চলা এই টেস্টটিতে বৃষ্টি হওয়ার আশঙ্কা। অ্যাকুয়া ওয়েদারের পূর্বাভাস অনুযায়ী, টেস্টের প্রথমদিনেই উইন্ডসর পার্কে বৃষ্টি হতে পারে। যদিও, ম্যাচ শুরু হওয়ার আগে বৃষ্টি থেমে যাবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।
সারাদিন উইন্ডসর পার্কের আকাশ মেঘলা থাকবে। আর্দ্রতা থাকবে অন্তত ৮৩ শতাংশ। জানাচ্ছে স্থানীয় হাওয়া অফিস। প্রথম চারদিনে এমন মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদিও, পঞ্চমদিনের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬৪ শতাংশ। ম্যাচ শুরুর প্রথম ঘণ্টাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দফতর।