বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে থাকবেন না রোহিত শর্মা। দ্বিতীয়বার সন্তানের অভিভাবক হয়েছেন রোহিত ও রীতিকা। সেই কারণেই টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন 'হিটম্যান'। যার ফলে, দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরাহ। ১৫ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দেন রোহিতের স্ত্রী রীতিকা। তার বেশ কিছু দিন আগে থেকেই শোনা যাচ্ছিল যে, রোহিত হয়তো অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলবেন না। দলের সঙ্গে তিনি না যাওয়ায় সেই সম্ভাবনা আরও বৃদ্ধি পায়।
যদিও, প্রথম টেস্টে রোহিত শর্মাকে না পেলেও দল হিসেবে 'প্রস্তুত' হয়েই থাকতে চায় টিম ইন্ডিয়া। টিম ম্যানেজমেন্টকে যা মূলত ভাবাচ্ছে, তা হল, টেস্টের ওপেনিং কম্বিনেশন। সফল ওপেনিং কম্বিনেশনে যদি একটা ছন্দ তৈরি করে দিতে পারে প্রথম টেস্টেই, তাহলে তা বাকি সিরিজেও দলের উপকারে লাগবে বলে মনে করছে টিম ইন্ডিয়া থিঙ্কট্যাঙ্ক।
এই ওপেনিং জুটিতে ঘুরেফিরে উঠে আসছে পাঁচজনের নাম। এই পাঁচজন হলেন যথাক্রমে- কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরন, ধ্রুব জুরেল, বিরাট কোহলি এবং ওয়াশিংটন সুন্দর।
কে এল রাহুল : অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্টে তাঁর খারাপ ফর্ম সত্ত্বেও টিম ম্যানেজমেন্টের সমর্থন রয়েছে কেএল রাহুলের প্রতি। রোহিতের অনুপস্থিতিতে রাহুল ভারতের বড় বাজি হয়ে উঠতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিদেশের মাটিতে ওপেনার হিসেবে রাহুলের ব্যাটিং গড়- ৩২। শতরান রয়েছে ৬টি।
অভিমন্যু ঈশ্বরন : ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পরই জাতীয় দলে ডাক পেয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স আশানুরূপ না হলেও ঘরোয়া ক্রিকেটে তাঁর দুরন্ত পারফরম্যান্সের কথা মাথায় রেখেই তাঁকেও ওপেনার হিসেবে বা তিন নম্বরের জন্য ভাবা হচ্ছে।
ধ্রুব জুরেল : অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দলের সবথেকে সফল ব্যাটার। দুটো ইনিংসে রান যথাক্রমে ৮০ ও ৬৮। গিলের অনুপস্থিতিতে তিন নম্বর পজিশনের জন্য গুরুত্বপূর্ণ 'বিকল্প' হিসেবে তাঁকে ভাবা হচ্ছে।
বিরাট কোহলি : খুব ভাল ফর্মে নেই বিরাট কোহলি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে তিনটি টেস্ট মিলিয়ে করেছেন মাত্র ৯৩ রান। যদিও, তাঁর পাহাড়প্রমাণ অভিজ্ঞতাই তাঁকেও ৩ নম্বর পজিশনের জন্য গুরুত্বপূর্ণ 'বিকল্প' করে তুলেছে!
ওয়াশিংটন সুন্দর : যেহেতু এখনও প্রথম একাদশ ও তার ব্যাটিং লাইন-আপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না, তাই ওপেনিং পজিশনের জন্য একটি বিকল্প হিসেবে উঠে আসছে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের নামও।