বাংলাদেশকে হারিয়ে মহিলাদের এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। ১০ উইকেটে ম্যাচ জেতেন হরমনপ্রীত কৌউররা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান তোলে বাংলাদেশ। বদলে ব্যাট করতে নেমে মাত্র ১১ ওভারে ওই রান তুলে নেয় ভারত। ৫৪ বল বাকি থাকতেই ৮৩ রান তুলে নেয় টিম ইন্ডিয়া।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শুরু থেকেই ধাক্কা খেতে হয় বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানাদের। ব্যাট করতে নেমেই প্রথম ওভারেই আউট হন দিলারা আকতার। এরপর আউট হন ইশিমা তানজিম এবং মুর্শিদা খাতুন। যদিও অধিনায়ক নিগার বেশ কিছুক্ষণ টিকে ছিলেন ক্রিজে।
এরপর ব্যাটিং করতে নামে টিম ইন্ডিয়া। ওপেনিং জুটি ছিল স্মৃতি মান্ধানা এবং শেফালি বর্মা। তারমধ্যে হাফ সেঞ্চুরি করেন স্মৃতি মান্ধানা। ৩৯ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্যদিকে শেফালি বর্মা ২৮ বলে ২৬ রান করেন। ১১ ওভারে ৮৩ রান তোলে ভারত। এবং কোনও উইকেট না হারিয়ে বাংলাদেশকে হারায় ভারত।
যদিও পাওয়ার প্লের পর ভারতের রান রেট অনেকটাই কমে যায়। কারণ বাংলাদেশের ফিল্ডিং অনেকটাই ছড়িয়ে যায়। যদিও তাতে খুব একটা ক্ষতি হয়নি ভারতের। নিগার সুলতানাদের কোনও বোলারই দুই ওপেনারকে আউট করতে পারেননি।
ভারতের হয়ে রেনুকা সিং ঠাকুর ৪ ওভারে ১টি মেডেন-সহ ৩টি উইকেট নেন। বিনিময়ে মাত্র ১০ রান তোলে বাংলাদেশ। ১টি করে উইকেট নেন পূজা বস্ত্রকার ও দীপ্তি শর্মা।