প্রত্যাশামতই জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে সহজ জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। হারারে স্পোর্টস ক্লাবে আয়োজিত এই ম্যাচে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। কিন্তু, অক্ষর প্যাটেল, প্রসিধ কৃষ্ণা, দীপক চাহারদের সামনে মাথা তুলে তেমনভাবে দাঁড়াতেই পারেনি জিম্বাবোয়ের ব্যাটিং লাইন-আপ। মাত্র ১৮৯ রানেই অল আউট হয়ে যায় তারা। স্কোরবোর্ডে তখন ৪০.৩ ওভার।
তবে অধিনায়ক রেগিস চাকাবভা দলের হাল ধরার কিছুটা চেষ্টা করেছিলেন। ৫১ বলে ৩৫ করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হন তিনি। এর পর নবম উইকেটে ৭০ রান যোগ করেন ব্র্যাড ইভান্স এবং রিচার্ড এনগারাভা। ইভান্স ২৯ বলে ৩৩ করে অপরাজিত থাকেন। আর এনগারাভা করেন ৪২ বলে ৩৪ রান। এই দুই ক্রিকেটারের সৌজন্যেই ১৮৯ রানে পৌঁছয় জিম্বাবোয়ের ইনিংস। তা না হলে আরও খারাপ দশা হত তাদের।
জবাবে ব্যাট করতে নেমে একটি উইকেটও না হারিয়ে ১১৫ বল বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। জিম্বাবোয়ের বোলিং লাইন-আপকে দাঁত ফোটাতে দেয়নি শুভমন গিল (৮১ নট আউট) ও শিখর ধাওয়ান (৮২ নট আউট)-এর জুটি। ১০ উইকেটে এই ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।