এক ইনিংস ও ২২২ রানে শ্রীলঙ্কাকে দুরমুশ করে দিল টিম ইন্ডিয়া। মোহালি টেস্ট শেষ হয়ে গেল মাত্র ৩ দিনে! তৃতীয় দিনে পড়ল মোট ১৬ উইকেট!
এমন অভাবনীয় ম্যাচের সাক্ষী থাকার জন্য ভারতীয় দর্শকদের তরফ থেকে যে দুজনের ধন্যবাদ প্রাপ্য, তাঁরা হলেন রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। এই দুজনের বোলিং-এর সামনে কার্যত তাসের ঘরের মত ভেঙে পড়ল শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ।
এই টেস্টে একটি ইনিলসে অপরাজিত ১৭৫ রানের পাশাপাশি ২ ইনিংস মিলিয়ে মোট ৯'টি উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসে তাঁর ৪১-৫ এর সুবাদেই মাত্র ১৭৪ রানে ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপ। দ্বিতীয় ইনিংসে আবার ৪ উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন। যার জেরে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়ে গেল মাত্র ১৭৮ রানে।