প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সে ব্যাডমিন্টনের সেমিফাইনালে পৌঁছলেন লক্ষ্য সেন। তাঁর প্রতিপক্ষ ছিলেন চাইনিজ তাইপেয়ি চাউ তিয়েন চেং। তাঁকে ১৯-২১, ২১-১৫ এবং ২১-১৫ সেটে হারান লক্ষ্য। প্রথম দুটি সেটে হারলেও পদক থেকে মাত্র একটি ম্যাচ দূরে রইলেন তিনি। এবং সেমিফাইনালে জিতলেই রুপো নিশ্চিত হবে তাঁর।
প্রথম থেকেই এগিয়ে ছিলেন চাউ। লক্ষ্য ২-৪ পয়েন্টে পিছিয়ে থাকা অবস্থাতেই চাউ এগিয়ে যান ৭-৬ পয়েন্টে। এবং বিরতিতে ১১-৯ পয়েন্টে এগিয়ে ছিলেন তিনি। মূলত চাউ-এর গতি সমস্যায় পড়তে হয়েছিল লক্ষ্য সেনকে।
১১-১৫ পয়েন্টে পিছিয়ে থাকলেও ১৫-১৫-পয়েন্টে চাউ-কে ধরে ফেলেন লক্ষ্য। তারপরেই খেলা ঘুরিয়ে দেন ভারতীয় ওই খেলোয়াড়। চাউ-এর একের পর এক স্ম্যাশের জবাব দিতে থাকেন তিনি। ডিফেন্স করতে দেখা যায় তাঁকে।
দ্বিতীয় গেমের শুরুটা ভালো হয়েছিল লক্ষ্যের জন্য। প্রথমেই ৪-১ সেটে এগিয়ে যান তিনি। মাঝে চাউ তাঁকে ধরে ফেললেও তাতে দমে যাননি ভারতীয় ওই ব্যডমিন্টন তারকা। ২১-১৫ সেটে দ্বিতীয় গেম জেতেন তিনি।
এরপর তৃতীয় সেটের শুরু থেকেই আক্রমণাত্ম ছিলেন লক্ষ্য সেন। গেমের শুরুতে কিছুটা পিছিয়ে পড়লেও পরে ৪-৩ সেটে এগিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ২১-১২ সেটে জেতেন লক্ষ্য।