ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু ও লক্ষ্য সেন ইউএস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন। ডবল অলিম্পিক মেডালিস্ট সিন্ধু হারালেন দক্ষিণ কোরিয়ার সুং সুও ইউনকে। ২১-১৪ ও ২১-১২ সেটে। অন্যদিকে, কানাডা ওপেন সুপার ৫০০ টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রাখলেন অপর ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেনও। চেক রিপাবলিকের তারকা জান লৌডাকে হারালেন মাত্র ৩৯ মিনিটে। জিতলেন ২১-৮ ও ২৩-২১ সেটে।
কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু মুখোমুখি হবেন চিনের গাও ফাং জি-এর। অন্যদিকে, মাত্র ১৯ বছর বয়সী এস শঙ্কর মুথুস্বামীর মুখোমুখি হবেন লক্ষ্য সেন। সকলকে খানিকটা চমকে দিয়েই শঙ্কর মুথুস্বামীও পরের রাউন্ডে পৌঁছে গিয়েছেন। তিনি কোয়ালিফায়ার খেলে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন।