ক্রিকেটের দুনিয়ায় ফের বাজল বিয়ের সানাই। কে.এল রাহুল, অক্ষর প্যাটেলের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেটের অলরাউন্ডার শার্দূল ঠাকুর (Shardul Thakur)। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাদের গায়ে হলুদ অনুষ্ঠানের নাচের ভিডিয়ো। জানেন পাত্রীটি কে? মিতালি পারুলকর, পেশায় ব্যবসায়ী। জানা যাচ্ছে, সোমবার ২৭ ফেব্রুয়ারী চার হাত এক হতে চলেছে শার্দূল এবং মিতালি।
India Vs Australia 2023 : হতশ্রী অস্ট্রেলিয়া, মুখ খুলেই কামিন্সদের তোপ গ্রেগ চ্যাপেলের
২০২১ সালের নভেম্বরেই বাগদান সেরে ফেলেছিলেন শার্দূল - মিতালি। কথা ছিল গোয়ায় সারবেন এলাহি বিয়ে। কিন্তু কোনও এক অজানা কারণে বিয়ে স্থগিত হয়ে যায়। অনুমান, করোনা অতিমারীর জেরেই ডেস্টিনেশন ওয়েডিং বাতিল হয়ে যায়। অবশেষে মুম্বইয়ে বসতে চলেছে জমকালো বিয়ের আসর।