বৃহস্পতিবার ৯ মার্চ থেকে আহমেদাবাদে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া (IND VS Australia) চতুর্থ টেস্ট । তার আগে রঙের উৎসবে মেতে উঠলেন রোহিতরা । আহমেদাবাদে টিম বাসেই রং (Holi 2023 ) খেললেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলি (Virat Kohli) ও শুভমন গিলরা । সেলিব্রেশনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভারতীয় ক্রিকেট টিমের (Team India Holi Celebration) তরফে হোলির শুভেচ্ছা জানিয়েছেন শুভমন ।
বাসে শুধু একে অপরকে রং মাখিয়েই ক্ষান্ত হননি, নাচতে ও গাইতেও দেখা গেল কোহলিকে । ভিডিওতে দেখা যাচ্ছে, 'বেবি কাম ডাউন' গাইছেন কোহলি । আর পিছন থেকে নীল আবির ছুঁড়ে মারছেন ক্যাপ্টেন রোহিত শর্মা । ব্যাকগ্রাউন্ডে বাজছে 'রং বরসে', গানের সঙ্গে একটু নেচেও নিতে দেখা গেল কোহলিকে । টিম ইন্ডিয়ার এই রঙিন ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ।
আরও পড়ুন, RCB Holi: রঙের উদযাপনে RCB-এর মহিলা ক্রিকেটাররা, ভাইরাল স্মৃতি, এলিস পেরিদের রঙিন ছবি
বৃহস্পতিবার টেস্ট শুরু হচ্ছে । এদিকে, পিচ নিয়ে বিতর্ক থামছে না । অভিযোগ এখনও নাকি পিচই তৈরি হয়নি । এই পরিস্থিতিতে স্বভাবতই আঙুল উঠছে ভারতীয় ম্যানেজমেন্টের দিকে। কী ধরণের পিচ তৈরি হবে তা নিয়ে সংশয় রয়েছে ভারতীয় ক্রিকেট দলের। তাদের কাছে কোনও নির্দেশ আসেনি বলেই পিচ তৈরিতে সময় লাগছে।