কে.এল রাহুল, অক্ষর প্যাটেলের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে বসলেন ভারতীয় ক্রিকেটের অলরাউন্ডার শার্দূল ঠাকুর (Shardul Thakur)। সোমবার গাঁটছড়া বাঁধলেন শার্দূল ঠাকুর ও মিতালি পারুলকর।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে জমকালো অনুষ্ঠান করে বিয়ে সেরেছেন তাঁরা। আর তাঁদের এই বিশেষ দিনে কার্যত চাঁদের হাট বসেছিল। শার্দূল-মিতালির বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহাল-সহ টিম ইন্ডিয়ার একঝাঁক তারকা। যে ছবিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
আরও পড়ুন - 'বেশরম রং' বিতর্কে এত ঠান্ডা থাকলেন কীভাবে, ব্যাডমিন্টনকেই সব কৃতিত্ব দিলেন দীপিকা
২০২১ সালের নভেম্বরেই বাগদান সেরে ফেলেছিলেন শার্দূল - মিতালি। কথা ছিল গোয়ায় সারবেন এলাহি বিয়ে। কিন্তু কোনও এক অজানা কারণে বিয়ে স্থগিত হয়ে যায়। অনুমান, করোনা অতিমারীর জেরেই ডেস্টিনেশন ওয়েডিং বাতিল হয়ে যায়। অবশেষে ২৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে বসে জমকালো বিয়ের আসর।