এই মুহূর্তে ভারতীয় ক্রীড়াজগতের সমস্ত উন্মাদনা, ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে। এরই মাঝে খানিক নিঃশব্দেই যেন ইতিহাস গড়ল আরেক টিম ইন্ডিয়া। জাপানকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতল ভারতের মহিলা হকি দল। রাঁচিতে টুর্নামেন্টের ফাইনালের প্রথম থেকে শেষ পর্যন্ত দাপট ছিল ভারতের। ৪-০ গোলে জাপানকে হারিয়ে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া।
গতবারের চ্যাম্পিয়ন দল জাপানের বিরুদ্ধে মাঠে নামার পর ম্যাচের প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টার শুরুর পরপরেই লিড নেয় ভারতীয় দল। দ্বিতীয় গোল পেতে ভারতকে অপেক্ষা করতে হয় চতুর্থ কোয়ার্টার পর্যন্ত। তারপর ৫৭, এবং ৬০ মিনিটে পরপর দুটি গোল করে টিম ইন্ডিয়া।
২০১৬-র পর এই নিয়ে দ্বিতীয় বার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারতের মহিলা হকি দল।