ভারত-লেবানন ম্যাচ (India VS Lebanon) ড্র । গোলশূন্যভাবেই শেষ হল এদিনের ম্যাচ । রবিবার আবার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল । যদিও আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল দুই দল । বৃহস্পতিবার ছিল কার্যত নিয়মরক্ষার ম্যাচ । যদিও ম্যাচে কোনও গোল হল না । সেক্ষেত্রে, ফাইনালের আগে মহড়া হয়ে গেল দুই দলের ।
এদিনের ম্যাচে গোল করার সুযোগ মিস করেন অনিরুদ্ধ থাপা । আর দ্বিতীয়ার্ধে রহিম আলি । ম্যাচ শেষের প্রায় ৫ মিনিট আগে অনিরুদ্ধ বল এগিয়ে দিয়েছিল রহিমের দিকে । কিন্তু, তাঁর বাঁ পায়ের শট অনেক দূর দিয়ে বেরিয়ে যায় । তাই লেবাননের বিরুদ্ধে ম্যাচ জেতার সুযোগ থাকলেও, শেষপর্যন্ত হল না । যদিও, ফাইনালে সেই সুযোগ থাকছে ।
আরও পড়ুন, Argentina Beats Australia: মেসির দ্রুততম গোল, বেজিংয়ে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা
তবে, এদিনের ম্যাচ জিততে পারলে ক্রমতালিকায় ১০০-র মধ্যে ঢুকে যেতে পারত ভারত । ফিফা ব়্যাঙ্কিংয়ে ৯৯তম স্থানে রয়েছে লেবানন । ভারতের বর্তমানে রয়েছে ১০১-এ । লেবাননকে হারাতে পারলে প্রথম একশোয় চলে আসতে পারত ভারত । কিন্তু, ভাগ্য সহায় ছিল না ভারতের ।