লখনউয়ের বিরুদ্ধে ছন্দে দেখা গেল না বিরাট কোহলিদের । ডুপ্লেসি ও বিরাটকে ছাড়া, এদিন কোনও ব্যাটারই সেভাবে রান পাননি । লোকেশ রাহুলের দলের বোলিংয়ের সামনে কার্যত ধরাশয়ী হয়ে পড়ে কোহিলের ব্যাটিং লাইন-আপ । ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ১২৬ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ছিল ব্যাঙ্গালোরের । ওপেনিং জুটি ছিলেন ফাফ ডুপ্লেসি ও বিরাট কোহলি । এদিন ৩০ বলে করলেন ৩১ রান করেন কোহলি । আর মাত্র কয়েক রানে জন্য ৭০০০ রানের মাইকফলক ছোঁয়া হল না । এরপর ধারাবাহিক ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বেঙ্গালুরুর ইনিংস। এদিনে রাহুলের বোলারদের সামনে কিছুটা অসহায় দেখাল ব্যাটারদের ।