সানরাইজার্স হায়দরবাদের বিরুদ্ধে দিল্লি জয়ের পর থেকে একজনকে নিয়েই আলোচনা চলছে ক্রিকেট মহলে । তিনি হলেন মুকেশ কুমার । শেষ ওভারে হায়দরাবাদকে মাত্র ৫ রান দিয়ে দিল্লিকে জিতিয়েছে বাংলার এই পেসার । ভবিষ্যতেও দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চান মুকেশ । তাঁর আশা, এভাবেই দিল্লিকে আরও ম্যাচ জেতাবেন তিনি ।
সোমবারের ম্যাচ প্রসঙ্গে মুকেশ বলেন, "দলকে জেতানোর এমন সুযোগ সবসময় আসে না । সব সময় মনে হত, কোনও একটা ম্যাচে এমন বোলিং করতে হবে যাতে দলকে জেতাতে পারি । সেই স্বপ্নই পূরণ হয়েছে বলা যেতে পারে ।" তিনি আরও জানান, শেষ ওভারে বোলিং করার সময় তাঁর মাথায় একটাই বিষয় চলছিল । তিনি চেয়েছিলেন, যাতে শেষ ওভারে বাইন্ডারি না হয় । শুধু মাথা ঠান্ডা রেখে লক্ষ্যে অবিচল থাকার চেষ্টা করেছেন ।
উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেট বোলার হিসেবে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে মুকেশকে । এছাড়াও নেট বোলারের তালিকায় থাকতে পারেন উমরান ও কুলদীপ সেন । আগামী ৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ।