রবিবাসরীয় সন্ধেতে মুখোমুখি হচ্ছে দুই যুযুধান প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। এখনও পর্যন্ত আইপিএলে মোট ২০'টি ম্যাচ খেলেছে এই দুই দল। চেন্নাই সুপার কিংস জয় পেয়েছে ১৪'টি ম্যাচে। সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে মাত্র ৬'টি ম্যাচ। চেন্নাইয়ের সর্বোচ্চ রান হায়দরাবাদের বিরুদ্ধে ২২৩। অন্যদিকে, হায়দরাবাদের সর্বোচ্চ রান চোন্নাইয়ের বিরুদ্ধে ১৯২।
চলতি আইপিএলে এই দলের ম্যাচে জয় পেয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাই ২০ ওভার শেষে করেছিল ১৬৫/৫। মাত্র ১৮.১ ওভারেই সেই রান তুলে ফেলে হায়দরাবাদ। অভিষেক শর্মার অসামান্য ১২ বলে ৩৭ রানের সুবাদে সহজ জয় পেয়েছিল সানরাইজার্স।
এমএ চিদম্বরম স্টেডিয়াম বরাবরই বোলারদের সাহায্য করে আসছে। যার ফলে এই পিচে রান করা তুলনায় কঠিন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলই সুবিধা পায় এই পিচে।
রবিবারের ম্যাচে এগিয়ে কে? গুগলের মিটার বলছে এগিয়ে চেন্নাই সুপার কিংস। পরিসংখ্যানও বলছে তাই। হায়দরাবাদ অঙ্কে বদল আনতে পারে কি না, সেটাই দেখার।