আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম । গত বছর হোমগ্রাউন্ড ছিল হার্দিক পান্ডিয়ার। কিন্তু, চলতি মরসুমে ওই একই মাঠে গুজরাটের প্রতিপক্ষ হার্দিক । কিন্তু, চলতি মরসুমে ওই একই মাঠে গুজরাটের প্রতিপক্ষ হার্দিক । তাই, রবিবার আহমেদাবাদের ম্যাচ ছিল হার্দিকের কাছে বড় চ্যালেঞ্জ । কিন্তু, ভাগ্য হয়তো সহায় ছিল না । শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন শুভমন গিল । অধিনায়ক হিসেবে আইপিএলে প্রথম জয় গিলের । ম্যাচ শেষের পরই পুরনো দলের ক্যাপ্টেন শুভমনকে জড়িয়ে অভিনন্দন জানান হার্দিক । হার্দিক-শুভমনের সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।
এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান তোলে গুজরাত টাইটান্স। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এদিন শূন্য রানে ফেরেন ইশান কিষাণ। ২৯ বলে ৪৩ রান করলেন ওপেনার রোহিত শর্মা। ৩৮ বলে ৪৬ রান করেন ডেয়াল্ড ব্রেভিস। এই সময়ই নিজের বোলিং শক্তিকে স্ট্র্যাটেজি অনুযায়ী ব্যবহার করলেন শুভমান গিল। যার ফলে ভেঙে পড়ে মুম্বইয়ের ব্যাটিং লাইন আপ। ৬ রানে মুম্বইকে হারায় গুজরাত