IPL 2024: LSG vs MI Preview: পয়েন্ট টেবিলে অনেক এগিয়ে লখনউ, একানা স্টেডিয়ামে মরণবাঁচন লড়াই মুম্বইয়ের

Updated : Apr 30, 2024 06:13
|
Editorji News Desk

মঙ্গলবার আইপিএলের ৪৮-তম ম্যাচে মুখোমুখি হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটার সময় ম্যাচটি আয়োজিত হবে লখনউ'র একানা ক্রিকেট স্টেডিয়ামে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে দুই দলই ম্যাচটি জিতে নিজেদের স্থান আরও পোক্ত করার ব্যাপারে বদ্ধপরিকর। 

পয়েন্ট টেবিলে এই মুহূর্তে লখনউ সুপার জায়ান্টস রয়েছে পঞ্চম স্থানে। ৯'টি ম্যাচ খেলে তার মধ্যে পাঁচটি ম্যাচে জয় পেয়েছে তারা। হেরেছে চারটি ম্যাচ। নেট রানরেটে (+০.০৫৯) এই মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের থেকে এগিয়ে রয়েছে তারা। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স পয়েন্ট টেবিলে রয়েছে নবম স্থানে। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় তাদের নিচে রয়েছে শুধুমাত্র আরসিবি। মঙ্গলবারের ম্যাচে বড় ব্যবধানে জিততে না পারলে চলতি আইপিএল থেকে তাদের ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত। 

তাদোর শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে মাত্র ১০ রানে হেরে যায় মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে, ব্যাটিং লাইন-আপে কেএল রাহুল, কুইন্টন ডি'কক, মার্কাস স্টোয়নিস, নিকোলাস পুরান, ক্রুনাল পান্ডিয়া, ম্যাট হেনরিদের নিয়ে তৈরি এলএসজি ব্যাটিং লাইন-আপ অত্যন্ত আত্মবিশ্বাসী। তবে, মুম্বই ইন্ডিয়ান্সে ঈশান কিষান, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, সুর্যকুমার যাদব, যশপ্রীত বুমরার মতো ক্রিকেটার থাকা সত্ত্বেও, তাদের চলতি আইপিএলের পারফরম্যান্স নিয়ে রীতিমতো চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। 

মঙ্গলবারের ম্যাচে এই দুই দলের মধ্যে স্পষ্টতই এগিয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। তবে, মুম্বই ইন্ডিয়ান্স কি তাদের স্থান কিছুটা বদলাতে পারবে পয়েন্ট টেবিলে? জানতে আগ্রহী অনুরাগীরা।

IPL

Recommended For You

editorji | খেলা

Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?