সুনীল নারিনের দুর্দান্ত শতরান সত্ত্বেও রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেল কলকাতা নাইট রাইডার্স। স্কোরবোর্ডে ২২৩ রান তুলেও শেষরক্ষা হল না ঘরের মাঠে৷ সুনীলকে ছাপিয়ে নায়ক হয়ে গেলেন জস বাটলার। কেন এই হার, দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কারণগুলি।
দুরন্ত বাটলার : প্রায় একা হাতে নাইটদের হারিয়ে দিলেন বাটলার৷ চলতি আইপিএলের দ্বিতীয় শতরান হয়ে গেল তাঁর। সব মিলিয়ে আইপিএলের সপ্তম। তাঁর ব্যাটিং বিক্রমের সামনেই পরাজয় হল নাইটদের।
রিয়ান, পাওয়েলের সঙ্গত: বাটলারকে সঙ্গ দিলেন রিয়ান পরাগ এবং রভমান পাওয়েল। রিয়ানের ১৪ বলে ৩৪ এবং পাওয়েলের ১৩ বলে ২৬ গুরুত্বপূর্ণ হয়ে গেল।
অধিনায়ক শ্রেয়সের ব্যর্থতা: শ্রেয়স আইয়ারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। বরুণ চক্রবর্তী ডেথ ওভারে সফল নন। কিন্তু তাঁকে শেষের আগের ওভারে বল দেওয়া হল। হঠাৎ আন্দ্রে রাসেলকেই বা কেন বল দেওয়া হল বোঝা মুশকিল৷ এক ওভারে ১৭ রান দিলেন রাসেল।
ফাস্ট বোলারের অভাব : হর্ষিত রানা বা বৈভব অরোরা আছেন, কিন্তু টপ ক্লাস জোরে বোলার নেই কেকেআরের। সব টাকা তো মিচেল স্টার্কের জন্যই খরচ হয়ে গিয়েছে। আর স্টার্কের ফর্মও তেমন ভাল চলছে না।