রবিবার একদিকে যখন বাংলার বুকে রেমাল আছড়ে পড়ার শঙ্কা, তখনই বৃষ্টিভেজা কলকাতায় জয়ের আনন্দ এনে দিল KKR । তৃতীয় বারের জন্য আইপিএল জয়ের কাপ ঘরে তুললেন নাইটরা। মাত্র ১০ ওভারেই ৮ উইকেটে হায়দরাবাদকে হারিয়ে হেসেখেলে জয় পান নাইটরা। আর সানরাইজার্স হায়দ্রাবাদকে এবারের মতো সন্তুষ্ট থাকতে হয় রানার্সআপ হয়েই।
জেনে নেওয়া যাক, আইপিএল ২০২৪-এর পুরস্কারমূল্য ও তার তালিকা
জয়ী দল নাইটরাইডার্স আইপিএল জয়ে পেয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি সঙ্গে ২০ কোটি টাকা পুরস্কারমূল্য। এসআরএইচ রানার্সআপ হিসেবে পেয়েছে শিল্ড এবং ১২.৫ কোটি টাকার পুরস্কারমূল্য।
এবছর সবচেয়ে বেশি (৭৪১) রান করে অরেঞ্জ ক্যাপের মালিক হয়েছেন বিরাট কোহলি, সঙ্গে পেয়েছেন ১০ লক্ষ টাকা এবং স্মারক।
২৪ টি উইকেট ঝুলিতে ভরে চব্বিশের আইপিএলে পার্পল ক্যাপ মাথায় তুলেছেন হার্ষাল প্যাটেল, তিনিও পেয়েছেন একটি স্মারক সঙ্গে ১০ লক্ষ টাকা।
IPL-KKR: 'মা জয় দেখতে চেয়েছিলেন', স্বপ্ন ছোঁয়ার মুহূর্তে গুরবাজের মুখে অসুস্থ মায়ের কথা
এছাড়াও একাধিক ক্ষেত্রে পুরস্কার পেয়েছেন আইপিএলের বেশ কিছুজন প্লেয়ার। ফ্যান্টাসি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জিতে সুনীল নারিন জিতে নিয়েছেন ১০ লক্ষ টাকা, প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ, মিচেল স্টার্ক পেয়েছেন ৫ লক্ষ টাকা এবং একটি স্মারক।