দল যখন অশ্বমেধের ঘোড়ার মতো ছোটে, তখন কে আর সেট টিম ভাঙতে চায়! কিন্তু শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ী দল ভাঙতে বাধ্য হচ্ছে কেকেআর। আইপিএলের নিয়ম ভেঙে নির্বাসিত হয়েছেন হর্ষিত রানা। তাঁকে রোহিত শর্মাদের বিরুদ্ধে পাবে না দল। তাহলে ঠিক কেমন হতে পারে একাদশ?
এমআই-এর বিরুদ্ধে নাইটদের হয়ে ওপেন করতে পারেন ফিল সল্ট এবং সুনীল নারিন৷ এই দুজনেই চলতি আইপিএলে কেকেআরের হয়ে সর্বোচ্চ এবং দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন এখনও পর্যন্ত। কেকেআরের হয়ে সবচেয়ে বেশি, ১১টি উইকেটও নিয়েছেন নারাইন।
তিন থেকে পাঁচ নম্বরে, অর্থাৎ মিডল অর্ডারে আসতে পারেন
অঙ্গকৃশ রঘুবংশী, শ্রেয়স আয়ার এবং বেঙ্কটেশ আয়ার। ৬ নম্বরে ঝড় তুলতে আসবেন আন্দ্রে রাসেল। ৭ নম্বরে অনেককে অবাক করে টি২০ বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া রিঙ্কু সিং।
কেকেআরের প্রথম একাদশে থাকতে পারেন রমনদীপ সিং। বোলিং বিভাগ সামলাবেন মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা। চেতন সাকারিয়া থাকতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে।