চলতি বছর মেয়েদের আইপিএল-এ জয়ী হয় আরসিবি । প্রথম থেকেই প্রত্যাশার চাপ ছিল বিরাটদের মাথায় । সেইসঙ্গে ছিল ১৭ বছর হারের খরা মেটানোর চ্যালেঞ্জ । কিন্তু, মরসুমের শুরুটা একেবারেই ভাল হয়নি বিরাটদের । লড়াই করেও টানা একের পর এক ম্যাচে হার । পয়েন্ট টেবিলের একেবারে নিচের দিকে ছিল দলের নাম । হঠাৎ শুরু হয় কোহলিদের ঘুরে দাঁড়ানোর লড়াই । সবাইকে চমকে দিয়ে টানা ৬ ম্যাচ জিতে প্লে অফে পৌঁছে যায় আরসিবি । সেদিন কোহলির চোখে ছিল আনন্দের জল । আবারও স্বপ্ন দেখতে শুরু করলেন ফাফ ডু প্লেসিস, দিনেশ কার্তিকরা । কিন্তু, এলিমিনেটর ম্যাচে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় । লড়াই করেও আবারও ব্যর্থ কোহলিরা । মাঠ ছাড়লেন স্বপ্ন ভাঙার যন্ত্রণা নিয়ে । ড্রেসিং রুমেও একই ছবি । হতাশা, যন্ত্রণা, আর একরাশ নিস্তব্ধতা ।
আরসিবির এক্স হ্যান্ডেলে ড্রেসিং রুমের একটি ভিডিও পোস্ট করা হয় । ভিডিওতে দেখা যাচ্ছে, ড্রেসিং রুমে মাথা নিচু করে বসে আছেন কোহলি, ম্যাক্সওয়েল, দীনেশ কার্তিক, ফাফ ডুপ্লেসিসরা । ম্যাচের পরিণতিটা যেন কেউ মেনে নিতে পারছেন না । আরও একটা হার, আরও একটা ব্যর্থতা, মেনে নিতে পারছিলেন না কেউই । ভিডিও-র শেষে বিশেষ বার্তাও দিয়েছেন তাঁরা । একইসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন অনুরাগীদের ।
বিরাট বলেন, 'টুর্নামেন্টের প্রথম দিকে আরসিবির পারফরম্যান্স খুবই খারাপ ছিল। কিন্তু একটা সময়ের পর থেকে আমরা নিজেদের আত্মসম্মানের জন্য খেলতে শুরু করি । তখন থেকেই আত্মবিশ্বাস ফিরে আসে গোটা দলের মধ্যে । নিজেদের আত্মসম্মান বাঁচাতে খেলেছে আরসিবি । তখন থেকেই আত্মবিশ্বাস ফিরে আসে গোটা দলের মধ্যে।' আরসিবিকে সমর্থন করার জন্য অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন কোহলি ।