সব ঠিকঠাক থাকলে এই প্রথমবার আইপিএলের সঙ্গে 'মুখোমুখি' লড়াই হতে চলেছে যাচ্ছে পিএসএলের। অন্তত, সূচি বলছে তেমনটাই। ২০২৫ সালে ভারত ও পাকিস্তানের টুর্নামেন্ট দুটি হবে একই সময়ে।
পিএসএল হয়ে থাকে সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারিতে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। দীর্ঘ দিন পরে সে দেশে কোনও আইসিসি প্রতিযোগিতা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পরে পিএসএল করতে চাইছে তারা। সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে পিএসএল হয়। কিন্তু এ বার চ্যাম্পিয়ন্স লিগ থাকায় প্রতিযোগিতা পিছিয়ে দিতে হয়েছে। শেষবার ১৯৯৬ বিশ্বকাপ পাকিস্তান আয়োজন করেছিল ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে।
ঘটনাচক্রে বুধবারই আইপিএল আয়োজনের জন্য অতিরিক্ত সময়ের প্রস্তাবে মান্যতা দিয়েছে আইসিসি। ফলে বিসিসিআইয়ের ইচ্ছে অনুযায়ী আড়াই মাসের আইপিএল হতে সমস্যা নেই। সেই সময় অন্য কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা হবে না। কিন্তু ২০২৫ সালে একই সময়ে পড়শি দেশে চলবে ঘরোয়া লিগ।