শুক্রবার আইপিএলের মিনি নিলাম আয়োজিত হবে কোচিতে। অনলাইনে আইপিএল-২০২৩ এর মিনি নিলাম জিও সিনেমায় দেখা যাবে। গত বছর ২০২২ সাল থেকেই ৮ দলের বদলে ১০ দলের আইপিএল শুরু হয়েছে। এবারের মিনি নিলাম হবে একদিনের। নিলামে থাকছে দেশ-বিদেশের মোট ৪০৫ জন ক্রিকেটারের নাম। যে ৪০৫ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে নিলামে তার মধ্যে ২৭৩ জন ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ২৭৩ জন। বিদেশি ক্রিকেটারের সংখ্যা ১৩২। আইসিসির ৪ সহকারি দেশের ক্রিকেটাররাও চলতি বছরের নিলামে থাকছেন। এই ৪০৫টি নামের মধ্যে সবচেয়ে বেশি ৮৭ জন ক্রিকেটার কেনা যাবে। তার মধ্যে সব চেয়ে বেশি ৩০ জন বিদেশি ক্রিকেটারের নাম থাকতে পারে।
পরের বছর ১ এপ্রিল থেকে হতে পারে আইপিএল। তার প্রায় সাড়ে তিন মাস আগে হচ্ছে নিলাম। যে নিলাম শুক্রবার হবে দুপুর ২.৩০ মিনিট থেকে। স্টার স্পোর্টসে দেখানো হবে এই নিলাম। মোবাইলে জিও সিনেমাতেও দেখা যাবে। আইপিএলের ১০টি দল লড়বে সেরা ক্রিকেটারকে তুলে নেওয়ার জন্য। কোচির এক বিলাসবহুল হোটেলে হবে এই নিলাম।
সব থেকে বেশি টাকা নিয়ে নিলামে নামবে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের কাছে রয়েছে ৪২ কোটি ২৫ লক্ষ টাকা। নিলামে নামার আগে সব থেকে কম টাকা রয়েছে কলকাতার কাছে। মাত্র ৭ কোটি ৫ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে কলকাতা। এখনও ১১ জন ক্রিকেটার কিনতে পারবে তারা।